দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলায় ‘জেন্ডার স্টেরিওটাইপ চ্যালেন্জ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ও যুব সম্প্রদায়ের ভূমিকা’ শীর্ষক সচেতনতামূলক উঠান বৈঠক হয়েছে। গতকাল বিকেলে শ্রীবরদী পৌরসভার পূর্ব ছনকান্দা গ্রামের একটি বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যুব নেতৃত্বাধীন আর্থসামাজিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন ভয়েস অব পুওর পিপল বৈঠকের আয়োজন করে। কিংডম অব নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহযোগিতায়, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশনের সমতায় তারুণ্য প্রকল্প এতে সহযোগিতা করে।
সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মরিয়ম আক্তার। বৈঠকে বক্তব্য দেন নারীনেত্রী জাহানারা বেগম, সমাজসেবক মোঃ জুলহাস মিয়া, শিক্ষক সমিতির প্রতিনিধি আবু রেজা প্রমুখ। বৈঠক সঞ্চালনা করেন ভয়েস অব পুওর পিপল এর নির্বাহী পরিচালক জিয়াউর রহমান মুন্না। বৈঠকে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী ও সাংবাদিকবৃন্দ। এতে জেন্ডার স্টেরিওটাইপ চ্যালেন্জ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সেইসাথে তথ্য আপা প্রকল্পের আওতায় সকল নারীদের বিনামূল্যে সেবার প্রাপ্তির বিষয়েও আলোচনা করা হয়।
বৈঠক শেষে নারী অধিকার নেত্রী জাহানারা বেগমকে সভাপতি ও রাশিদা বেগমকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট জেন্ডার চ্যাম্পিয়ন নেটওয়ার্ক এর কমিটি গঠন করা হয়।








