
শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীবরদী-৩ (বাঘহাতা) উপকেন্দ্রের জমি ক্রয়ের দলিল সম্পন্ন হয়েছে
১২-০৬-২০২৩ খ্রিস্টাব্দ রোজ সোমবার শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীবরদী-৩ (বাঘহাতা) উপকেন্দ্রের জমি ক্রয়ের দলিল বাপবিবোর্ডের অনুমোদন ক্রমে সাব রেজিস্ট্রার শ্রীবরদীএর কার্যালয়ে সম্পন্ন করা হয়েছে। সাব রেজিস্ট্রার জনাব মোঃ মাহফুজুর রহমান এর উপস্তিতিতে তার কক্ষে জমি ক্রয়ের দলিল এ শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর পক্ষে স্বাক্ষর করেন সমিতির জেনারেল ম্যানেজার জনাব প্রকৌশলী মোঃ আলী হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতি বোর্ডের সভাপতি জনাব মোঃ আতিকুল আলম,
আরও উপস্থিত ছিলেন শ্রীবরদী জোনাল অফিসের ডিজিএম, সমিতির এজিএম (অর্থ), বাপবিবোর্ডের সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার, ইসি, এইসি এবং জমি বিক্রেতাগন ও স্বাক্ষীগন এবং শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার সাংবাদিক আমিনুল ইসলাম রাজু
জমির দলিল সম্পন্ন হওয়ার পর জমির মালিকদেরকে সাব রেজিস্ট্রারসহ উপস্থিত সকলের সম্মুখে জেনারেল ম্যানেজার কর্তৃক চেক হস্তান্তর করা হয়।