
মোঃ আসিফ (শ্রীবরদী) প্রতিনিধি শেরপুর: শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী এ.ডি.এম শহিদুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল খায়রুম এ ফলাফল ঘোষণা করেন। নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহিদুল ইসলাম ১ লক্ষ ২ হাজার ৪৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসএমএ ওয়ারেজ নাইম ট্রাক প্রতীকে ৪৬ হাজার ৭২৮ ভোট পেয়েছেন।