
বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা ও সাবেক কৃষিমন্ত্রী এবং কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী, এমপির নির্ধারিত সফরসূচি অনুযায়ী তাঁর নির্বাচনী এলাকা শেরপুরের নকলায় উপস্থিত হলে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জনান শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
পরে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল মাননীয় সংসদ উপনেতা মহোদয়কে “গার্ড অব অনার” প্রদান করেন। পরবর্তীতে মাননীয় সংসদ উপনেতার সাথে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।