
দেশের অন্যান্য উপজেলার সঙ্গে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে আশ্রয়ণ প্রকল্প-২ এর চতুর্থ পর্যায়ে ভূমি ও গৃহ প্রদানের মাধ্যমে শেরপুর জেলার সদর উপজেলা ও শ্রীবরদী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ ঘোষণা দেন।
এ উপলক্ষে বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।গণভবন থেকে প্রধানমন্ত্রীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা ও উদ্বোধনের পর অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান সদর উপজেলার ১০২ জন উপকারভোগীর হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ, সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নিরবাহী করমকরতা মেহনাজ ফেরদৌস, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিক, সুধিজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
ডিসি আব্দুল্লাহ আল খায়রুম জানান, বুধবার গণভবন থেকে প্রধানমন্ত্রীর ঘোষণার পর আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ে (দ্বিতীয় ধাপ) শেরপুর সদর উপজেলার ১০২ ও শ্রীবরদী উপজেলার ৩৩ জন উপকারভোগীর হাতে নবনিরমিত ঘরের চাবি ও জমির দলিল তুলে দেওয়া হয়।
ডিসি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শেরপুরের পাঁচ উপজেলায় সর্বমোট ১ হাজার ৭১৬টি একক গৃহ এবং গুচ্ছগ্রাম ও অন্যান্য মাধ্যমে ১৫৪টিসহ মোট ১ হাজার ৮৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হয়েছে। এর আগে গত ২২ মারচ তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেরপুর জেলার নকলা, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন।