দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি:
শেরপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) মো. সুলতান মাহমুদের নেতৃত্বে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ বন বিভাগের তিনটি রেঞ্জ অফিস পরিদর্শন করেছেন।
মঙ্গলবার বিকেলে তাঁরা বন বিভাগের বালিঝুড়ি, রাংটিয়া ও মধুটিলা রেঞ্জ অফিস পরিদর্শন করেন।
ওইসময় সিজেএমের নির্দেশনা মোতাবেক বন আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শুভপর্ণা চন্দ বন বিভাগের তদন্তাধীন ও বিচারাধীন মামলার নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বশীল কর্মকর্তার প্রতি প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম) জুলফিকার হোসাইন রনি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভুইয়া, তানভীর আহমেদ, সুলতান মাহমুদ মিলন, নূর-ই-জাহিদ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এবং বন বিভাগের মামলা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসাইন, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, বালিঝুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া ও মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





