দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি :
শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিনস। জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
সভায় ভূমি সেবা ডিজিটালাইজেশন, কর আদায়ের সুষ্ঠু প্রক্রিয়া ও নাগরিক সেবার মানোন্নয়ন বিষয়ক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান মাঠপর্যায়ে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবার গুণগত মান বৃদ্ধি, দুর্নীতি প্রতিরোধ এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার ওপর জোর দেন।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত মাঠ পরিদর্শন, তথ্যের স্বচ্ছতা রক্ষা এবং জনসাধারণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশনা প্রদান করেন।
সভায় শেরপুর জেলার পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





