দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি
‘মামলার তদন্তকালীন ত্রুটি-বিচ্যুতি দূরীকরণ ও বিচার প্রক্রিয়ায় সাজার হার বৃদ্ধির লক্ষ্যে’ শেরপুর জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন শেরপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ আমিনুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন এসপি আমিনুল ইসলাম।
এতে প্রশিক্ষক হিসেবে মূল্যবান জ্ঞান ও দিকনির্দেশনা প্রদান করেন সম্মানিত অতিথি শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ মিলন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাসান ভূঁইয়া। আইনি দৃষ্টিকোণ থেকে তদন্তের খুঁটিনাটি বিষয়গুলো বিশ্লেষণ করে তুলে ধরেন তারা।
কর্মশালায় মামলা তদন্তের বিভিন্ন পর্যায়ে ঘটে যাওয়া ভুল-ত্রুটি চিহ্নিত করণ এবং দূর করার কৌশল নিয়ে আলোচনা করা হয়। একইসাথে সুষ্ঠু ও নির্ভুল তদন্তের মাধ্যমে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার (সাজার) হার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
শেরপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরের মর্যাদার ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা তদন্তের আধুনিক পদ্ধতি এবং আইনি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে হাতে-কলমে শিক্ষা লাভ করেন। এই কর্মশালা শেরপুর জেলা পুলিশের তদন্ত প্রক্রিয়ায় আরও স্বচ্ছ ও কার্যকরী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পুলিশ সুপার আশা প্রকাশ করেন।
কর্মশালায় শেরপুরের অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, ওসি, ডিবি রেজাউল ইসলাম খান, কোর্ট ইন্সপেক্টর মোঃ জিয়াউর রহমানসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।






