দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি
ভূমি সেবার মানোন্নয়নে শেরপুর সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান। বুধবার সকালে ডিসি তরফদার মাহমুদুর রহমান ভূমি অফিসটি পরিদর্শন করেন।
এ সময় তিনি অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন ক্যাম্পের এবং সদর উপজেলা ভূমি অফিসের নবনির্মিত নতুন কক্ষের উদ্বোধন করেন।
পরিদর্শনকালে ডিসি তরফদার মাহমুদুর রহমান ভূমিসেবা সহায়তা কেন্দ্রে আগত সেবা গ্রহীতাদের সাথে মতবিনিময় করে তাঁদের সেবা গ্রহণের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ খবর নেন।
সেইসঙ্গে ভূমি অফিসে আগত সেবা গ্রহীতারা যাতে স্বাচ্ছন্দ্যের সাথে স্বচ্ছ ও দ্রুত সেবা পান, সে বিষয়ে এই ক্যাম্প সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতিসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।






