বিশেষ প্রতিনিধি
শেরপুরে যৌতুক নিরোধ আইনে দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামি মো. ফরিদ মিয়া (২৮) অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছেন। শনিবার (১৯ অক্টোবর) রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিসি-১ জামালপুরের একটি আভিযানিক দল শেরপুর সদর উপজেলার সোনার বাংলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, ফরিদ মিয়া চরশেরপুর নয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় দায়ের করা মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১, শেরপুর কর্তৃক এক বছর ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হন (মামলা নং সিআর-১১১২/২৩, তারিখ ২৪ নভেম্বর ২০২৩)।
রায় ঘোষণার পর থেকেই ফরিদ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ অভিযানে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-১৪, সিপিসি-১ জামালপুরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বলেন, “ওয়ারেন্টভুক্ত ও দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান চলমান। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে র্যাব সর্বদা সচেষ্ট।”






