নিজস্ব প্রতিনিধি: শেরপুরের পাকুরিয়ায় জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর শনিবার সকালে শেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাকুরিয়া ইউনিয়নের বাদাতেঘরি গ্রামে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর-১ আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি আব্দুর রহমান, বায়তুলমাল সম্পাদক, শফিউল ইসলাম স্বপন, পাকুরিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মুনছর আলী, সেক্রেটারি রিয়াজুল ইসলামসহ জামায়াত শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ মুক্ত এবং একটি পরিচ্ছন্ন শেরপুর গড়তে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।






