
বিশেষ প্রতিনিধি
জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার শেরপুর ব্যুরো প্রধান ও দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি জিএইচ হান্নান ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আব্দুস সালাম অডিটরিয়ামে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারি মহাসচিব হিসেবে শপথ গ্রহণ করেছেন।
এসময় শপথ বাক্যপাঠ করান জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় এর মা সামসি আরা জামান প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ শেষে জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক মহাসচিব আবু বাসার মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএম বাংলার ডিরেক্টর মোঃ আনিসুর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক আবু তাহের মোঃ তুরারের ভাই মোঃ আবুল আহসান আজরফ, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব মোঃ আলমগীর গণিসহ বিভাগীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ।