
দেবাশীষ সাহা রায়, শেরপুর:
জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে শেরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে শেরপুর পৌর জামায়াতের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেল পাঁচটায় মিছিলটি শহরের ডিসি গেইটের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিসি গেইটের সামনে এসে শেষ হয়। মিছিলে জেলা, উপজেলা, পৌর শহর ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতাকরমীরা অংশ নেন।
এর আগে পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-১ (সদর) আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।
পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, ডা. আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুম প্রমুখ।
এসময় সদর উপজেলা বায়তুল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের সহসেক্রেটারি জাহিদ আনোয়ার, শেরপুর লইয়ার্স কাউন্সিলের সভাপতি এডভোকেট মোস্তফা আশেকুজ্জামান বুলবুলসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াতের ৫ দফা দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফ্লিড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম- নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।