
নিজস্ব প্রতিনিধি:
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে শেরপুরে জনসাধারণের মাঝে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষে সাধারণ জনগনের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং আগামী ২৬ সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশ এবং মিছিল সফল করার আহবান করা হয়।
৫ দফা দাবিগুলো হলো:
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন,
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা,
৩ অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফ্লিড নিশ্চিত করা,
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম- নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, শেরপুর পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহ সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।