
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া শেরপুর জেলা বিশেষ শাখা বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন। ২২ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় পরিদর্শন সম্পন্ন করার লক্ষ্যে রেঞ্জ ডিআইজি শেরপুর জেলার পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। এসময় রেঞ্জ ডিআইজিকে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল “গার্ড অফ অনার” প্রদান করেন।
পরিদর্শনকালে ডিআইজি শেরপুর পুলিশ সুপার কার্যালয়ে অবস্থিত জেলা বিশেষ শাখার সকল গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। তিনি প্রতিটি কার্যক্রমের বিস্তারিত তথ্য যাচাই করে সন্তোষ প্রকাশ করেন এবং পরিদর্শন বহিতে তাঁর মূল্যবান স্বাক্ষর প্রদান করেন।
পরে উপস্থিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন।
এছাড়াও তিনি গোয়েন্দা কার্যক্রমকে আরও কার্যকর ও আধুনিক করার জন্য প্রয়োজনীয় কৌশল এবং পন্থা অবলম্বনের নির্দেশনা দেন। তাঁর এই মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা জেলা বিশেষ শাখার কর্ম তৎপরতাকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে দৃঢ় বিশ্বাস।
এসময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।