আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
সভায় পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, শেরপুর অস্থায়ী আর্মি ক্যাম্প কমান্ডার প্রতিনিধি মেজর মোঃ মাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিন, শেরপুর সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ শাহীন, ৩৯ বিজিবি এর উপঅধিনায়ক সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপদ আয়োজনে প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতি গ্রহণ করা হয়। স্থানীয় কমিটি গঠন, দায়িত্ব বণ্টন ও বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। শান্তিপূর্ণ ও সম্মানজনক পরিবেশে দুর্গাপূজা পরিচালনা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা, স্বাস্থ্য ও নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব নির্ধারণ করা হয়।
নিরাপত্তা ব্যবস্থা, জনসচেতনতা ও জরুরি সেবা প্রটোকল নিয়ে আলোচনা করে বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।






