
দেবাশীষ সাহা রায়, শেরপুর
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এ স্লোগানকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুরে জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি জীতেন্দ্র চন্দ্র মজুমদার।
সভায় বক্তব্য দেন জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের যুগ্ম আহবায়ক প্রদীপ রঞ্জন দে, বিপ্লব দাম, অ্যাডভোকেট হরিদাস কর্মকার স্বপন, গোপালবাড়ী মন্দির কীর্তন পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক প্রিয়তোষ সরকার, নালিতাবাড়ী পূজা উদ্যাপন ফ্রন্টের সিনিয়র সহসভাপতি ডা. শঙ্কর চন্দ্র পাল, শ্রীবরদী উপজেলা কমিটির সভাপতি অতীন্দ্র চন্দ্র বর্মণ, সদর উপজেলা কমিটির সহসভাপতি শ্যামল চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা লিপু, পশ্চিমশেরী পূজা উদ্যাপন সংঘের সভাপতি শিশির সূত্রধর, আয়োজক সংগঠনের সদস্যসচিব সুব্রত কুমার দে প্রমুখ।
সভায় বক্তারা বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের নির্দেশনা
মেনে পূজা-অর্চনা করার জন্য সকল মন্দির ও পূজামণ্ডপ কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। সেইসঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।
সভায় জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও সদর উপজেলার সকল দুর্গাপূজা মণ্ডপের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, শেরপুর জেলায় এবার ১৭২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে দুর্গোৎসবের শুরু ও ২ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে উৎসব শেষ হবে।