
বিশেষ প্রতিনিধি :
শেরপুরে গতকাল সোমবার দুদকের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গণশুনানিতে শেরপুর জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিষয়ে ১২৫টি অভিযোগ দায়ের করেন সেবা গ্রহীতারা। গণশুনানিতে দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী এসব অভিযোগের বিষয়ে সেবা গ্রহীতাদের ও সংশ্লিষ্ট সরকারি বিভাগের কর্মকর্তাদের বক্তব্য শোনেন। তবে জেলার রাজস্ব আহরণকারী বিভাগ উপকর কমিশনার কার্যালয় সম্পর্কে সেবাগ্রহীতাদের কোন অভিযোগ না থাকায় গণশুনানিতে দুদকের কমিশনার (তদন্ত) মহোদয় সন্তোষ প্রকাশ করেন।