
শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আন্ধারিয়া উচ্চ বিদ্যালয় ৭ আগস্ট বৃহস্পতিবার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
বিদ্যালয় পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের পাঠদান, উপস্থিতি, বিদ্যালয়ের শৃঙ্খলা ও অবকাঠামোগত দিকসমূহ পর্যবেক্ষণ করেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার পরামর্শ দেন এবং শিক্ষকদের পাঠদানে আরও যত্নবান হওয়ার নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া এবং জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান উপস্থিত ছিলেন।