
দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি:
শেরপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশে
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। শনিবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জুলাই শহিদ ও আহত যোদ্ধাদের গর্বিত মায়েরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ হাফিজা জেসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ রাজনৈতিক ও সামাজিক গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিগণ জুলাইয়ের মায়েদের ফুল দিয়ে বরণ করে নেন।
সমাবেশে বক্তারা জুলাইয়ের মায়েদের আত্মত্যাগ, সংগ্রাম ও সাহসিকতার স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাঁদের অবদানে অনুপ্রাণিত হয়ে আগামী প্রজন্ম দেশপ্রেম ও মূল্যবোধে গড়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।