
শেরপুরের কানাশাখোলা বাজারে শেরপুর-১(সদর ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম গণসংযোগ করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় কানাশাখোলা বাজারের সর্বস্তরের মানুষের সঙ্গে তিনি এই গণসংযোগ করেন।
এ সময় জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য আব্দুল আউয়াল, সদর উপজেলা আমির মাওলানা আতাউর রহমান, নায়েবে আমির নুরে আলম সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, শেরপুর শহর শাখার সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, উপজেলা বায়তুলমাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, রুকন এডভোকেট আশেকুজ্জামান বুলবুল,ইউনিয়ন সভাপতি আজির উদ্দিন সহ শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।