
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচিকে দেশবাসীর কাছে তুলে ধরতে সারাদেশ ব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা শহরেও এই কর্মসূচি পালিত হয়েছে।
৭ জুলাই সোমবার দুপুরে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এই লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মোঃ হযরত আলী, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এ্যাড. সিরাজুল ইসলাম, সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ।
এছাড়াও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক এ্যাড. আব্দুল মান্নানসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, “বর্তমান দুঃশাসনের অবসান ঘটিয়ে একটি কার্যকর ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি আমাদের জন্য আলোকবর্তিকা স্বরূপ। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই দফা গুলোর বাস্তবায়ন অত্যন্ত জরুরি।” তারা আরও বলেন, “আসুন আমরা সবাই মিলে এই আন্দোলনকে আরও বেগবান করি এবং বাংলাদেশকে একটি সত্যিকারের কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করতে ঐক্যবদ্ধ হই।”
লিফলেট বিতরণ কর্মসূচিকে ঘিরে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয় এবং অনেকেই এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।