শেরপুরে একযোগে ৩৩টি কলেজ ও মাদ্রাসায় ছাত্রদলের কমিটি ঘোষণা

শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিকভাবে শক্তিশালী করতে এবং কার্যক্রম গতিশীল করতে জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে কমিটি করা হয়েছে। এরই অংশ হিসেবে ২৪ জুন মঙ্গলবার রাতে জেলার ৩৩টি কলেজ ও কলেজ পর্যায়ের মাদ্রাসায় কমিটি গঠন করেছে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল ওই ৩৩টি কমিটি অনুমোদন করেন। এর আগে কখনো একসাথে ছাত্রদলের এতগুলো কমিটি গঠন করা হয়নি বলে জানান জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। নতুন কমিটি পেয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের কার্যক্রমের গতিশীলতা বাড়বে বলে আশা তাদের।

ঘোষিত ৩৩টি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা হচ্ছেন যথাক্রমে শেরপুর সদরের শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) এর সভাপতি জিনাত শাহারিয়ার সিয়াম ও সাধারণ সম্পাদক মো. তানভীর ইসলাম, নিজাম উদ্দিন আহমেদ কলেজের সভাপতি সজিব খাঁন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আকাশ, তাতালপুর মডেল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সভাপতি মো. স্বাধীনূর ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক লাভলু হোসাইন, শেরপুর মডেল গালর্স ডিগ্রি কলেজের সভাপতি মিনা, সাধারণ সম্পাদক জান্নাত আক্তার, শেরপুর সরকারি মহিলা কলেজের সভাপতি সুমি আক্তার, সাধারণ সম্পাদক মোছা. বিথী আক্তার, ডা. সেকান্দর আলী কলেজের সভাপতি মো. স্বাধীন, সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ, জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সভাপতি লাবিব হাসান লিখন, সাধারণ সম্পাদক মো. মিনাল হোসাইন, কসবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সভাপতি ঝলক আহমেদ, সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার সভাপতি মো. বাজিদুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমেদ, শেরপুর কামারেরচর ডিগ্রি কলেজের সভাপতি মো: অলপ মিয়া, সাধারণ সম্পাদক মো. মারুফ হাসান, শেরপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সভাপতি মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক মুহিবুল আলম ওসান, নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়, চৌধুরী ছবরুননেছা মহিলা ডিগ্রি কলেজের সভাপতি সুমনা আফরিন সুপ্তি, সাধারণ সম্পাদক মারজিয়া আক্তার, ধুকুড়িয়া এজেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সভাপতি মো. রাকিবুল, সাধারণ সম্পাদক মো. সিফাত মিয়া, সাইলামপুর ইসলাম নগর স্কুল এন্ড কলেজের সভাপতি জাকারিয়া হোসাইন জয়, সাধারণ সম্পাদক দুর্জয় হোসাইন শান্ত, বিবির চর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, সভাপতি রাশেদুল ইসলাম সাধারণ সম্পাদক হৃদয় মিয়া, নকলা শাহারিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সভাপতি সোহানুর ইসলাম অন্তর, সাধারণ সম্পাদক মো. শাকিল, চন্দ্রকোনা ডিগ্রি কলেজের সভাপতি মো. রাকিব নূর, সাধারণ সম্পাদক সাজ্জাত আলম, ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি মোনালিসা পারভীন, সাধারণ সম্পাদক সুমাইয়া শিমু, ডা: সেরাজুল হক টেকনিক্যাল এন্ড কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের সভাপতি মুহাইমিনুল ইসলাম মুস্তাকিম, সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রকিব, সরকারী আদর্শ মহাবিদ্যালয় কলেজের সভাপতি রিয়াদ হাসান সাধারণ সম্পাদক দিলারা জান্নাত, আলহাজ্ব শফিউদ্দিন ডিগ্রী কলেজের সভাপতি ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক মো. সায়েদুর ইসলাম, নালিতাবাড়ী উপজেলার রাজনগর রাহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সভাপতি আবু আইয়ুব, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার, হাজী নূরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজের সভাপতি মোস্তাফিজুর রহমান (মোক্তার), সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, নালিতাবাড়ী সরকারী টেনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি মোমেন মিয়া, সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়া, রূপনারায়ন কুড়া আলিম মাদ্রাসার সভাপতি আবু হুজাইফা, সাধারণ সম্পাদক আলভী জাওয়াদ, তারাগঞ্জ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সভাপতি মো. আসাদুল্লাহ ইসলাম (আসাদ), সাধারণ সম্পাদক শাহ জাহান বাদশা, হিরন্ময়ী হাই স্কুল এন্ড কলেজের সভাপতি মো. আবু আনছারী, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মিয়া, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. বায়েজিদ, নালিতাবাড়ী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মো. ফয়সাল হাসনাত সিয়াম, নালিতাবাড়ী শহিদ আব্দুর রশিদ মহিলা কলেজের সভাপতি সুবর্ণা খাতুন, সাধারণ সম্পাদক হাফসা বেগম রোমা, শ্রীবরদী উপজেলার শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার সভাপতি নাসির উদ্দিন মাহী, সাধারণ সম্পাদক মোঃ রাকিব চৌধুরী ও আয়শা-আইন উদ্দিন মহিলা কলেজের সভাপতি সানজিদা আক্তার বর্ষা, সাধারণ সম্পাদক মোছা. রুনা আক্তার জোনাকি।

এব্যাপারে শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল বলেন, শিক্ষা, ঐক্য, প্রগতির স্লোগানে চলা ছাত্রদল বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন। বর্তমানে যারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত, তাদের মধ্যে অনেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে যুক্ত ছিলেন। তাই ভবিষ্যত নেতা তৈরিতে এখনই তাদের প্রস্তুতি নিতে হবে। এর জন্য আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি দিয়েছি। এতে শেরপুর জেলা ছাত্রদলের কার্যক্রম গতিশীল হবে। অন্যদিকে নতুন নেতৃত্ব তৈরির পথ সৃষ্টি হবে।

জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু বলেন, দেশ স্বাধীন হওয়া থেকে শুরু করে ২০২৪ এ স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ আমাদের জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল প্রতিটি অর্জনের সাথেই ছাত্ররাজনীতি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। নতুন নেতৃত্ব তৈরির জন্য মেধাবীদের রাজনীতিতে আসতেই হবে। তাই দেশের হাল ধরার জন্য প্রস্তুত হতেই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও দলের গতিশীলতা বৃদ্ধি করতে এই ছাত্ররাই ভূমিকা রাখবে।

  • Related Posts

    আমি এলাকার নেতা নয়, সন্তান হিসেবে কাজ করবো : বিএনপি নেত্রী ডা. প্রিয়ংকা

    নিজস্ব প্রতিবেদক : “আমি আপনাদের নেত্রী হিসেবে নয়, সন্তান হিসেবে কাজ করবো। সন্তানরা যেমন বাবা-মাকে ভালোবাসে, আমি তার চেয়েও বেশি ভালোবাসার চেষ্টা করবো ইনশাল্লাহ।” — একথা বলেছেন শেরপুর জেলা বিএনপির…

    বেকারত্ব মোকাবেলায় শিক্ষা প্রযুক্তিতে সম্ভাবনার নতুন দিক প্রিয় শিক্ষালয়

      শেরপুর প্রতিনিধি : সন্তানকে কোলে নিয়ে এক হাতে মোবাইল, অন্য হাতে বই। এভাবেই প্রতিদিন বেশ খানিকটা সময় পড়াশোনায় কাটান মনিরা ইয়াসমিন মুক্তা। পড়াশোনা শেষ করেছেন প্রায় দুই বছর আগে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    আরজেএফ অর্থ সচিব ফারুকুল ইসলাম স্মরণ সভা নড়াইলে অনুষ্ঠিত

    আরজেএফ অর্থ সচিব ফারুকুল ইসলাম স্মরণ সভা নড়াইলে অনুষ্ঠিত

    আমি এলাকার নেতা নয়, সন্তান হিসেবে কাজ করবো : বিএনপি নেত্রী ডা. প্রিয়ংকা

    আমি এলাকার নেতা নয়, সন্তান হিসেবে কাজ করবো : বিএনপি নেত্রী ডা. প্রিয়ংকা

    শেরপুরে নানা আয়োজনে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি পালিত

    শেরপুরে নানা আয়োজনে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি পালিত

    বেকারত্ব মোকাবেলায় শিক্ষা প্রযুক্তিতে সম্ভাবনার নতুন দিক প্রিয় শিক্ষালয়

    বেকারত্ব মোকাবেলায় শিক্ষা প্রযুক্তিতে সম্ভাবনার নতুন দিক প্রিয় শিক্ষালয়

    ঝিনাইগাতীতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসকরণ কর্মসূচি উদ্বোধন

    ঝিনাইগাতীতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসকরণ কর্মসূচি উদ্বোধন

    শেরপুরে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগ

    শেরপুরে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগ

    দুঃখিত কপি করা যাবে না! ⚠️