
শেরপুর সদর উপজেলার ১০ নং চরপক্ষীমারি ইউনিয়নে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বুধবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়ন শাখার উদ্যোগে চরপক্ষীমারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চরপক্ষীমারি ইউনিয়ন জামায়াতের সভাপতি দুলাল আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও শেরপুর সদর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা জামায়াতের নায়েবে আমীর নুরে আলম সিদ্দিক, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সুবহান, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন সহ জামায়াতের নেতৃবৃন্দ ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ।