বিশেষ প্রতিনিধি :
‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানে আগামী শনিবার শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন হতে যাচ্ছে।
এই ক্যাম্পেইনে জেলার দুইটি পৌরসভায় ও ৫২টি ইউনিয়নে ২লাখ ৩৯হাজার ৮২৭জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জেলার সিভিল সার্জনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন মুহাম্মদ শাহীন। তিনি জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ২৭হাজার ৩৩৪জন শিশুকে একটি করে নীল রঙের ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ১২হাজার ৪৯৩জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল সহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা।






