
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
সোমবার বিকেল সাড়ে চারটায় শহরের চকবাজার এলাকার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রঘুনাথ বাজার থানা মোড়ে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান। পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন হুইপ আতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে হুইপ আতিউর রহমান বলেন, পঁচাত্তরের আওয়ামী লীগ আর ২০২৩ সালের আওয়ামী লীগের অবস্থা এক নয়। এখন আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ একটি সুশৃঙ্খল দল। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে শেখ হাসিনা ও দলীয় নেতা-কর্মীদের ভীত করার সুযোগ নেই। বিএনপি গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচনে অংশ গ্রহণ করার পরিবর্তে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করছে। সেজন্য এই দলটি একাত্তরের পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার মত হুমকি দিয়ে দুঃসাহস দেখাচ্ছে। হুইপ আতিউর শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদকে অবিলম্বে গ্রেপ্তারসহ তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।