
শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি শিশু পরিবারের (বালিকা) ১০০ সদস্যের মধ্যে ঈদের উপহার হিসেবে রঙিন জামা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে শহরের চাপাতলী এলাকার শিশু পরিবার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা করমকরতা মো. মোবারক হোসেন, সিভিল সারজন কারযালয়ের চিকিৎসা করমকরতা মো. আকরাম হোসেন, শিশু পরিবারের সমাজসেবা করমকরতা শামীমা নাসরিন, নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুর কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, প্রথম আলোর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, আয়োজক সংগঠনের উপদেষ্টা রফিক মজিদ ও প্রতিষ্ঠাতা পরিচালক মো. আল আমিন রাজু।
আলোচনাশেষে অতিথিরা শিশু পরিবারের ১০০ সদস্যের হাতে ঈদ উপহার হিসেবে রঙিন জামা তুলে দেন।