
শেরপুরে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অংশীজনদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এই সভার আয়োজন করে।উক্ত সভায় সভাপতিত্ব করেন আরইবির পরিচালক মো. আব্দুল হাই। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
সভায় আরো বক্তব্য দেন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবদুল হান্নান খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান, সাবিহা জামান, আরইবির উপপরিচালক তাছলিমা পারভীন, ভাতশালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুন নাহার, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. আলী হোসেন, সমিতির সভাপতি আতিকুল আলম, ঠিকাদার মো. আমিনুল ইসলাম রাজু প্রমুখ।
সভায় পবিস, শেরপুরের মহাব্যবস্থাপক আলী হোসেন অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে আলোকপাত করে পবিস ও আরইবির বিভিন্ন কর্মকাণ্ড, সেবা এবং সাফল্য তুলে ধরেন। তিনি গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং লোডশেডিংয়ের কারণ ব্যখ্যা করেন।সেইসঙ্গে লোডশেডিংয়ের সময় ধৈর্য ধারণসহ নিরাপদভাবে বিদ্যুৎ ব্যবহার ও নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য গ্রাহকদের প্রতি আহবান জানান।
সভায় পবিসের শতাধিক গ্রাহকসহ অংশীজনেরা উপস্থিত ছিলেন।