
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইউসুফ আলী (২৮) নামের এক যুবককে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাতিপাগার এলাকার জনৈক রমজান আলীর পতিত জমি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ইউসুফ আলী মাদক সরবরাহের উদ্দেশ্যে ওই জমিতে অবস্থান করছিলো। এসময় খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নালিতাবাড়ী থানার এসআই আবু তালেব। সঙ্গে ছিলেন এএসআই সাইফুল ইসলামসহ পুলিশের একটি চৌকস টিম।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ইউসুফ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মাদক দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।