
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মায়াঘাসি সীমান্ত থেকে চোরাই পথে আনা প্রায় ৬৬ লাখ টাকার ভারতীয় শাড়ি ও একটি ট্রলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ জুন) দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া সীমান্ত ফাঁড়ির টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রামচন্দ্রকুড়া ইউনিয়নের ভারতঘেঁষা মায়াঘাসি এলাকায় ভারতের অভ্যন্তর থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করা চোরাকারবারীদের গতিবিধি সম্পর্কে পূর্ব থেকে তথ্য ছিল বিজিবির হাতে। সে অনুযায়ী সোমবার রাতে অভিযান চালালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
তবে ফেলে যাওয়া শ্যালু ইঞ্জিনচালিত একটি ট্রলিসহ ৯৮৮ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত শাড়ি ও ট্রলির বাজারমূল্য প্রায় ৬৬ লাখ ৭২ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবির ময়মনসিংহ-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম।
তিনি আরও জানান, সীমান্ত এলাকাজুড়ে চোরাচালান রোধে বিজিবির টহল এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে।