
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক প্রকাশিত শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটির একটি পদ নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। সম্প্রতি ফেসবুক পোস্টে এক নারী জানান, তিনি এই কমিটির কোনো বিষয়ে অবগত নন এবং রাজনৈতিক কোনো দলের সঙ্গেই তার সংশ্লিষ্টতা নেই।
নিজেকে শিক্ষানবিশ আইনজীবী পরিচয় দেওয়া শারমিন আক্তার নামের ওই নারী জানান, তাকে না জানিয়ে তার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও কমিটিতে তার নাম “সামিয়া সুলতানা শারমীন” হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে ফোন নম্বর ও অন্যান্য তথ্য সঠিক থাকায় তিনি নিশ্চিত হয়েছেন যে এটি তাকে ইঙ্গিত করেই করা হয়েছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে শারমিন বলেন, “আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। কে বা কারা আমাকে না জানিয়ে এই কাজটি করেছে, তা আমার জানা নেই। তবে এতে আমাকে সামাজিকভাবে বিব্রত করা হয়েছে। প্রয়োজনে আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করব।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরে ৩১ সদস্যের এই উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এ নিয়ে নালিতাবাড়ী অঞ্চলে দলটির কার্যক্রম এবং কমিটি গঠনের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে।
এই বিষয়ে উপজেলা প্রধান সমন্বয়কারী জুবায়ের আহাম্মেদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে একজন ব্যক্তি তার অজ্ঞাতসারে রাজনৈতিক কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেন?