
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় প্রার্থী ঘোষণা উপলক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে।
শনিবার (২১ জুন) দুপুরে নালিতাবাড়ী উপজেলার আড়াইআনি বাজারে অবস্থিত দলীয় কার্যালয় থেকে শোডাউনটির সূচনা হয়। শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি বিশাল র্যালী বের হয়ে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নকলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে শেষে পৌর শহরে গিয়ে শেষ হয়।
র্যালীটির নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং নালিতাবাড়ী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ আল কায়েস।
তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন শেরপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফারুক আহমাদ, নালিতাবাড়ী উপজেলা সভাপতি মাওলানা আবু বকর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ এবং সাংগঠনিক সম্পাদক ডা. আনছারুজ্জামান।
র্যালী শেষে নকলা উপজেলা এবং শেরপুর জেলা পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে যোগ দেন, ফলে শোডাউনটি আরও বর্ণাঢ্য রূপ নেয়। দলটির পক্ষ থেকে জানানো হয়, আগামী নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।