
শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মৃতপ্রায় গরুর মাংস বিক্রির চেষ্টার অভিযোগে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে জবাই করা গরুর মাংস জব্দ করা হয়েছে। গত রোববার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ‘হাফিজ ভাইয়ের গোস্তের দোকান’ নামক ব্যবসা প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত রোববার ভোরে নালিতাবাড়ী বাজারের হাফিজ ভাইয়ের গোস্তের দোকানের মালিক একটি মৃতপ্রায় অসুস্থ গরু ৩৫ হাজার টাকায় কিনে কোন প্রকার স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করতে শহরের মাংস মহলে নিয়ে আসেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববিকে বিষয়টি জানান। পরে ইউএনওর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এবং প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর ও কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মোস্তফা কামাল উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সাক্ষ্য-প্রমাণ পাওয়ায় এবং অভিযুক্তরা দোষ স্বীকার করায় জবাইকৃত গরুর মাংস জব্দ করা হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট মাংস ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র কম মূল্যে অসুস্থ গরু কিনে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করে বিক্রি করে আসছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।