
বিশেষ প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় হাতি সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বন বিভাগের মধুটিলা রেঞ্জের আওতাধীন দাওধারা কাটাবাড়ি এলাকায় একটি পথসভা এবং নাকুগাঁও মসজিদ প্রাঙ্গণে স্থানীয় এলিফ্যান্ট রেন্সপন্স টিম (ইআরটি) ও জনসাধারণের উপস্থিতিতে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এসব সভার আয়োজন করে।
সভায় হাতি সংরক্ষণ বিষয়ে পরামর্শমূলক বক্তব্য দেন জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন ও বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী। এসময় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী হাতির সংরক্ষণে জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়।
সভায় বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।