
হারুন অর রশিদ দুদু :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় উচ্ছেদকৃত তিন অসহায় পরিবারের মাঝে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে। সম্প্রতি উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া বাজারে সরকারি ভূমি অফিস নির্মাণের জন্য নির্ধারিত জায়গা থেকে তিনটি পরিবারকে উচ্ছেদ করা হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারগুলোর মাঝে ঢেউটিন, নগদ অর্থ, কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয়। ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল নিজ হাতে এসব সামগ্রী অসহায় পরিবারগুলোর হাতে তুলে দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীবুল ইসলাম ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।