
হারুন অর রশিদ দুদু :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুই গৃহহীন পরিবারের জন্য মাথাগোঁজার ঠাঁই নিশ্চিত করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। ১ জুলাই মঙ্গলবার তাঁর উদ্যোগ ও সরাসরি হস্তক্ষেপে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গুচ্ছ গ্রামে আশ্রয়ণ প্রকল্পের দুটি খালি ঘরে স্থান দেওয়া হয় মমেনা বেগম ও শেফালী বেগম নামের দুই অসহায় নারীকে। স্থানীয় সূত্রে জানা গেছে, মমেনা বেগম ও শেফালী বেগম দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন চরম মানবেতর অবস্থায়। বিষয়টি জানাজানি হলে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পরিদর্শন শেষে তিনি গোমড়া গুচ্ছগ্রামে সরকারি আশ্রয়ণ প্রকল্পে থাকা দুটি খালি ঘরে তাদের দুই পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করেন। ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “এই দুই পরিবার এখন থেকে নিরাপদ ও সম্মানজনকভাবে বসবাস করতে পারবে। তাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।” পুনর্বাসিত পরিবার দুটি জানায়, দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার অবসান হলো ইউএনও স্যারের সহযোগিতায়। তাঁরা ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা ইউএনও’র এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যান্য গৃহহীন পরিবারগুলোর জন্য আশার আলো হয়ে থাকবে।