ঝিনাইগাতীতে পিদিম ফাউন্ডেশনের উদ্যোগে পলিসি উন্নয়ন ও প্রয়োগ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

 

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পিদিম ফাউন্ডেশনের উদ্যোগে কৃষকদের নিয়ে ‘পলিসি উন্নয়ন ও বিদ্যমান পলিসির প্রয়োগ’ শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হযয়েছে। উচ্চ মূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্পের আওতায় বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।


সভায় সভাপতিত্ব করেন পিদিম ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. আনিসুর রহমান। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন এই সভা আয়োজনে সহযোগিতা করে।
সভায় প্রধান অতিথি ইউএনও আশরাফুল আলম রাসেলসহ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হোসেন, কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, সাংবাদিক দেবাশীষ সাহা রায়, কাজী ফার্মসের সিনিয়র অফিসার মাসুদ পারভেজ, কৃষক উসমান গনি, আরিফ আহমেদ, আবুজর গাফ্ফারী, ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা আব্দুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
সভায় পিদিম ফাউন্ডেশনের উপকারভোগী কৃষকেরা তাঁদের ফল চাষে ও উৎপাদন কাজে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সেইসঙ্গে তাঁদের উৎপাদিত কৃষিপণ্যের বিপণন ও বাজারজাত করণে প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগিতা কামনা করেন।
এ সময় প্রধান অতিথি ইউএনও আশরাফুল আলম রাসেল কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একইসঙ্গে উৎপাদিত ফল ও অন্যান্য কৃষিপণ্য বাজারজাত করণ ও ন্যায্য মূল্য প্রাপ্তিতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
সভায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হোসেন ফলসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনে রাসায়নিক সার ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার বৃদ্ধি করতে কৃষকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা হ্রাস পায় এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই জৈব বালাইনাশক ও জৈব ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভার সভাপতি পিদিম ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. আনিসুর রহমান বলেন, পিদিম ফাউন্ডেশন শেরপুর জেলার সদর ও ঝিনাইগাতী উপজেলায় ৫৩৯ জন কৃষি উদ্যোক্তাকে ১০ ধরনের উচ্চ ফলনশীল/উচ্চ মূল্যের ফল ফসলের চারা বিতরণ ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। পাশাপাশি তাঁদের চারজনকে ড্রিপ ইরিগেশন সিস্টেম ইনসোলেশন ও পরিচালনার জন্য সোলার বেজড আইওটি প্রদর্শন করা হয়েছে। সেইসঙ্গে চারজন উদ্যোক্তাকে ভার্মি কম্পোস্ট উৎপাদন ও বিপণনে সহায়তা করা হচ্ছে।
বুধবার অনুষ্ঠিত সমন্বয় সভায় পিদিম ফাউন্ডেশনের উপকারভোগী কৃষক ও কৃষি উদ্যোক্তাসহ বিভিন্ন পর্যায়ের ২৫ জন ব্যক্তি অংশ গ্রহণ করেন।

  • Related Posts

    শেরপুরে নানা আয়োজনে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি পালিত

    জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন গ্লোবাল টেলিভিশন তিন বছর পেরিয়ে চার বছরে পর্দাপণ উপলক্ষে শেরপুরে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের নিয়ে র‍্যালী, আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্যদিয়ে তৃতীয় বর্ষপূর্তি পালন করা…

    ঝিনাইগাতীতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসকরণ কর্মসূচি উদ্বোধন

    হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২ জুলাই বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    আরজেএফ অর্থ সচিব ফারুকুল ইসলাম স্মরণ সভা নড়াইলে অনুষ্ঠিত

    আরজেএফ অর্থ সচিব ফারুকুল ইসলাম স্মরণ সভা নড়াইলে অনুষ্ঠিত

    আমি এলাকার নেতা নয়, সন্তান হিসেবে কাজ করবো : বিএনপি নেত্রী ডা. প্রিয়ংকা

    আমি এলাকার নেতা নয়, সন্তান হিসেবে কাজ করবো : বিএনপি নেত্রী ডা. প্রিয়ংকা

    শেরপুরে নানা আয়োজনে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি পালিত

    শেরপুরে নানা আয়োজনে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি পালিত

    বেকারত্ব মোকাবেলায় শিক্ষা প্রযুক্তিতে সম্ভাবনার নতুন দিক প্রিয় শিক্ষালয়

    বেকারত্ব মোকাবেলায় শিক্ষা প্রযুক্তিতে সম্ভাবনার নতুন দিক প্রিয় শিক্ষালয়

    ঝিনাইগাতীতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসকরণ কর্মসূচি উদ্বোধন

    ঝিনাইগাতীতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসকরণ কর্মসূচি উদ্বোধন

    শেরপুরে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগ

    শেরপুরে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগ

    দুঃখিত কপি করা যাবে না! ⚠️