ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু: ঈদের আনন্দের পরিবর্তে বিষাদের ছায়া

 

‘সোমবার ভোরে (ফজরের নামাজের আগে) স্বপ্নে দেখি আমার ছেলে লুৎফর দুর্ঘটনায় পড়ছে।এরপর ঘুম থাইক্যা ওইঠা ওর সঙ্গে মোবাইলে কথা বলি। আমারে বললো ও (লুৎফর) ভালো আছে।মঙ্গলবার সেহরী খাইয়া লুৎফর আমারে ফোনে বললো, আম্মা বাড়িতে আসতাছি। বাড়িতে আইসা সবার জন্য ঈদের কাপড়-চোপড় কিনা দিব। আমার ছেলে বাড়িতে ঠিকই আসলো কিন্তু জীবিত নয়, লাশ হইয়া। সঙ্গে আমার ছেলের বউ আর নাতিও লাশ হইয়া গেল।দুর্ঘটনায় আমার প্রাণের তিনজন মইরা যাওয়ায় আমার পরিবারে ঈদের আনন্দ মাটি হইয়া গেছে। আমার দেখা দুঃস্বপ্নই সত্যি হইলো।’

গত বৃহস্পতিবার ঈদুল ফিতরের দিন দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের বাড়িতে হালিমা খাতুন (৬৫) কান্নাজড়িত কণ্ঠে এভাবেই এসব কথা বলছিলেন। এ সময় স্বজনেরা হালিমাকে সান্ত্বনা দিচ্ছিলেন।হালিমা দীঘিরপাড় গ্রামের মো. অহির আলীর স্ত্রী ও দুর্ঘটনায় নিহত লুৎফর রহমানের মা।

গত মঙ্গলবার দুপুরে ঈদের ছুটিতে মাহিন্দ্রায় করে বাড়ি ফিরছিলেন লুৎফর রহমানসহ একই পরিবারের চারজন। এ সময় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ সদর উপজেলার ল্যাংড়াবাজার এলাকায় দাঁড়িয়ে থাকা টাঙ্গাইলগামী প্রান্তিক সুপার বাসের পেছনে ধাক্কা দেয় মাহিন্দ্রাটি। এতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় গ্রামের অহির আলীর ছেলে লুৎফর রহমান (৩০), লুৎফরের স্ত্রী শাহনাজ পারভীন (২৫) ও তাঁদের ২ বছরের শিশু মাহিন মারা যান। আহত হয় লুৎফর রহমানের ৪ বছরের ছেলে মুজাহিদ।নিহত লুৎফর গাজীপুরের শ্রীপুর থানাধীন গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার হেমস ডাইয়িং অ্যান্ড গারমেন্টস ফ্যাক্টরীতে ডাইয়িং শ্রমিক হিসেবে কাজ করতেন।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে ঝিনাইগাতীর দীঘিরপাড় গ্রামের নিহত লুৎফর রহমানের বাড়িতে গিয়ে দেখা যায়, পুরো বাড়িটিতে সুনসান নীরবতা।সেখানে ঈদের আনন্দের পরিবরতে বিষাদের ছায়া বিরাজ করছে।নিহতের স্বজনদের কেউ কেউ চোখের জল মুছছেন।প্রতিবেশী ও স্বজনেরা নিহতদের কবর জিয়ারত করছেন। এ সময় এই প্রতিবেদকের পরিচয় জেনে লুৎফরের বাবা-মা হাউমাউ করে কেঁদে ওঠেন।
নিহত লুৎফরের বাবা অহির আলী বলেন, ‘আমি ও আমার স্ত্রী দুজনেই অসুস্থ। বাড়িভিটার ১৭ শতাংশ জমি ছাড়া কোন আবাদী জমি নাই। আমগরে চিকিৎসা ও ওষুধের সমস্ত খরচ লুৎফরই দিত। এখন লুৎফর মইরা গেছে। আমগরে ওষুধের ও সংসারের খরচ কে দিব? কেমনে কইরা সংসার চালামু। এইডা নিয়াই খুব দুশ্চিন্তায় আছি।’

নিহত লুৎফরের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীঘিরপাড় গ্রামের অহির আলীর তিন স্ত্রীর মধ্যে দুজন স্ত্রী মারা গেছেন। তৃতীয় স্ত্রী হালিমা খাতুনের ঘরে লুৎফর রহমানের জন্ম। লুৎফর সবার ছোট। বড় ভাই হাফিজুর রহমান ও বাবুল মিয়া বেসরকারি কোম্পানীতে স্বল্পবেতনে চাকরি করেন।পরিবারটি আরথিকভাবে খুবই অস্বচ্ছল। লুৎফর যে টাকা বেতন পেতেন তা থেকে পরিবারকে সহযোগিতা করতেন।

লুৎফর ৭ থেকে ৮ বছর আগে ময়মনসিংহের ফুলপুর উপজেলার নাগলা গ্রামের শাহনাজ বেগমকে বিয়ে করেন। লুৎফর-শাহনাজ দম্পতির ঘরে দুই ছেলের জন্ম হয়েছিল। গত মঙ্গলবারের সড়ক দুর্ঘটনায় এই দম্পতি ও তাঁদের ছোট ছেলে মাহিন মারা যান। বড় ছেলে মুজাহিদ বর্তমানে তাঁর নানার বাড়িতে রয়েছে।
লুৎফরের বড় ভাই হাফিজুর রহমান বলেন, পারিবারিক প্রয়োজনে লুৎফর সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। এই ঋণের টাকা কীভাবে পরিশোধ করবেন তা নিয়েও পরিবারে দুশ্চিন্তার শেষ নেই। আত্মীয়-স্বজনের দেওয়া টাকা দিয়ে তিনজনের লাশ আনার অ্যাম্বুলেন্সের ভাড়া পরিশোধ করেছেন। নিহত লুৎফরের কোম্পানী ও সরকারের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন জানান বড় ভাই হাফিজুর।
লুৎফরের প্রতিবেশী দীঘিরপাড় গ্রামের বাসিন্দা মো. দুলাল মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের অকাল মৃত্যুতে পুরো পরিবার ও গ্রামে শোকের এবং ঈদের আনন্দের পরিবর্তে বিষাদের ছায়া নেমে এসেছে।তিন দিন ধরে লুৎফরের বাড়িতে রান্না হয় না। ঈদের দিন প্রতিবেশী ও স্বজনেরা খাবার দিয়ে গেছেন। সেগুলোই লুৎফরের বাবা-মা খেয়েছেন।
ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুর রকিব বলেন, লুৎফরের পরিবারটি এমনিতেই আর্থিকভাবে অস্বচ্ছল। তার ওপর লুৎফরের অকাল মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। এই পরিবারটিকে সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তার প্রদানের জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত লুৎফর রহমান, শাহনাজ পারভীন ও মাহিনকে গতকাল বুধবার সকালে দীঘিরপাড় গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এর আগে মঙ্গলবার রাতে একটি অ্যাম্বুলেন্সে নিহতদের লাশ বাড়িতে এসে পৌঁছালে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।

  • Related Posts

    ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে ৩৮০ বোতল ভারতীয় মদ জব্দ

      হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিশেষ অভিযানে ৩৮০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ জব্দ করেছে পুলিশ। ১ সেপ্টেম্বর সোমবার গভীর রাতে উপজেলার বড় রাংটিয়া এলাকা থেকে…

    ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫৫ বোতল মদসহ ৫ মাদককারবারি গ্রেফতার

    হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৫ বোতল মদ জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় ৫ মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। ২৯ আগস্ট…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১০ জন প্রশিক্ষনার্থী’র পুলিশ সুপার কার্যালয় সংযুক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

    শেরপুরে ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১০ জন প্রশিক্ষনার্থী’র পুলিশ সুপার কার্যালয় সংযুক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

    শেরপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশে অনুষ্ঠিত

    শেরপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশে অনুষ্ঠিত

    নকলায় বারমাইশা বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি রাসেল, সম্পাদক পারভেজ

    নকলায় বারমাইশা বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি রাসেল, সম্পাদক পারভেজ

    শেরপুর ও হালুয়াঘাট সীমান্তে ভারতীয় ঔষধ, মদ ও গরু আটক

    শেরপুর ও হালুয়াঘাট সীমান্তে ভারতীয় ঔষধ, মদ ও গরু আটক

    ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস নির্বাচিত

    ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস নির্বাচিত

    শেরপুরে আন্তর্জাতিক নির্মল বায়ূ দিবস-২০২৫ উদযাপিত

    শেরপুরে আন্তর্জাতিক নির্মল বায়ূ দিবস-২০২৫ উদযাপিত

    দুঃখিত কপি করা যাবে না! ⚠️