
হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র নেতৃত্বে বিজিবি, বন বিভাগ এবং আনসার বাহিনীর সমন্বয়ে ১৫ নভেম্বর বুধবার তাওয়াকোচা এলাকায় উপজেলা টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে শ্রীবরদী উপজেলার বালিজুড়ি গ্রামের মোজাম্মেল হকের পুত্র মোঃ আশরাফ আলী (২৭) অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনকালে হাতে নাতে ধৃত হন। পরে তার হেফাজতে থাকা এবং তাওয়াকোচা এলাকায় অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়।
অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্তকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে করে নদীর তীরে ভাঙ্গনের সৃষ্টি হবে এবং তীরবর্তী বাসিন্দাদের বাড়িঘর ভেঙ্গে যেতে পারে। তিনি আরো জানান জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে।