
শেরপুরের ঝিনাইগাতীতে ইপিআই টিকা কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।
শেরপুর জেলায় ইপিআই টিকা কেন্দ্র, কমিউনিটি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কার্যক্রম জোরদারকরন এবং এর গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য শেরপুর জেলার ৫ উপজেলার ৫ জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগনকে নিয়ে একটি সমন্বিত পরিদর্শন কার্যক্রম গ্রহণ করেছেন।
তারই ধারাবাহিকতার অংশ হিসেবে ১১ সেপ্টেম্বর সোমবার সিভিল সার্জন এর নেতৃত্বে জেলা পরিদর্শন টিম ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সাবেক ২নং ওয়ার্ডে খ/১- আলহাজ্ব মো. আ. কুদ্দুস সাহেবের বাড়িতে ইপিআই কেন্দ্র এবং নাচনমহুরী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
সিভিল সার্জন সহ সংশ্লিষ্ট সকলে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন পরবর্তী ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা করা হয়। এক উপজেলার ভালো দিকগুলো অন্য উপজেলায় বাস্তবায়ন করাই এই আয়োজন মুল লক্ষ্য ও উদ্দেশ্য।
পরিদর্শন শেষে সকলেই এধরণের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। কারন এর ফলে শেরপুর জেলার স্বাস্থ্য বিভাগের কার্যক্রমের গুনগত মান দ্রুত তরান্বিত হবে।
পরিদর্শন কালীন সিভিল সার্জন এর সাথে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন, নকলা উপজেলার ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, নালিতাবাড়ী উপজেলার ডা. তৌফিক আহমেদ, ঝিনাইগাতি উপজেলার ডা. রাজিব সাহা ও শ্রীবরদী উপজেলার ডা. রাহাত চৌধুরী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহসানুল হাবিব হিমেল ও ডা. রওশন রাকা সম্পা, শেরপুর সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. মো. আকরাম হোসেন, শেরপুর এসআইএমও ডা. দীপান্বিতা বণিক, এসআরএইচআর কর্মকর্তা ডা. তাসনিমা আলম স্বচ্ছ, জেলা কো-অর্ডিনেটর এনআই কৃষ্ণ পাল, শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. জহিরুল আলম, ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শাহজাহানসহ ঝিনাইগাতি উপজেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।