শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তাড়াকান্দি শিমুলতলী গ্রামে ২৯ এপ্রিল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৪ মামলার আসামী মো. কামাল হোসেন (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
ধৃত মাদক কারবারি মো. কামাল হোসেন সদর উপজেলার তাড়াকান্দি শিমুলতলী গ্রামের মৃত সাবু শেখের ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রিপন মিয়া, মো. বাবুল মিয়া সঙ্গীয় ফোর্স শনিবার বিকেলে সদর উপজেলার তাড়াকান্দি শিমুলতলী গ্রামে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি মো. কামাল হোসেনকে তার বশত বাড়ীর সম্মুখ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে।
ডিবি সূত্রে জানা গেছে, মাদক কারবারি মো. কামাল হোসেনের বিরুদ্ধে শেলপুর সদর থানায় আরো ১৪টি মাদক মামলা রয়েছে এবং আদালতে বিচারাধীন রয়েছে।
এব্যাপারে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ৩০ এপ্রিল রোববার দুপুরে মাদক কারবারি কামাল হোসেনকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।








