বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ জাকির হোসেন শেরপুর জেলায় তাঁর নির্ধারিত সফর সূচি অনুযায়ী শেরপুর সার্কিট হাউজ উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম।
পরে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল মাননীয় বিচারপতি মহোদয়কে ” গার্ড অব অনার” প্রদান করে।
এসময় শেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা বিচার বিভাগের বিজ্ঞ বিচারকগণ উপস্থিত ছিলেন।








