নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটের ব্যবস্থাপনা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম। ১৪ জুন শুক্রবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের কামারেরচর বাজারস্থ গরুর হাট সরেজমিনে পরিদর্শনে যান তিনি।

ওইসময় তিনি কোরবানির পশুর হাটের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং কোরবানির পশুর হাটের ক্রেতা-বিক্রেতা ও ইজারাদার সাথে হাটের সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয় কথা বলেন। একইসাথে তিনি, পশুর হাটের দালাল চক্র, জাল নোট প্রতিরোধ ও কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে জেলা পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

তিনি বলেন, হাটে এসে যেটি দেখলাম ক্রেতা এবং বিক্রেতারা স্বাচ্ছন্দ্যে এবং ন্যায্যমূল্যে ক্রয়-বিক্রয় করতে পারছেন। যদি আমাদের খামারী এবং কৃষকরা বেঁচে থাকেন তাহলে আমাদের দেশের উন্নয়ন হবে এবং বাইরের দেশ থেকে পশু আমদানী করা লাগবে না।
তিনি আরও বলেন, কোরবানীর পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের সুরক্ষায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পশুর হাটে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন, যানজট নিরসনে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে পোশাকের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা ও দ্রুত সহায়তার জন্য কুইক রেসপন্স টিম এবং জাল টাকা সনাক্তকরণ মেশিন বসানো হয়েছে। এখন পর্যন্ত কোন জাল টাকা ধরা পড়েনি বা কোনো দুর্ঘটনা ঘটেনি।

হাট পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চরমোচারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।








