বিশেষ প্রতিনিধি : শেরপুরে রূপালী ব্যাংকের উদ্যোগে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে শহরের রঘুনাথ বাজার এলাকায় অবস্থিত রূপালী ব্যাংক পিএলসি, শেরপুর কর্পোরেট শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও জামালপুর অঞ্চলের জোনাল ম্যানেজার মো. মনির উদ্দিন ভূইয়া। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও শেরপুর কর্পোরেট শাখার ব্যবস্থাপক মুহাম্মদ গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডিজিএম মো. মনির উদ্দিন ভূইয়া বলেন, বাংলাদেশ হলো কৃষিভিত্তিক দেশ। কৃষিই হলো এ দেশের অর্থনীতির প্রাণ। তাই দেশের কৃষকদের যথাযথ মূল্যায়ন ও সম্মান করতে হবে। কারণ তাঁরাই পরিশ্রম করে এ দেশের মানুষের জন্য খাদ্যের জোগান দিচ্ছেন। তাই কৃষকদের কৃষিপণ্য উৎপাদনে সহযোগিতা করতেই আজ প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হচ্ছে। এই ব্যাংক থেকে কৃষি ঋণ নিয়ে কৃষকেরা তাঁদের কৃষিপণ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। পাশাপাশি গৃহীত ঋণ ও ঋণের সুদ যথাসময়ে পরিশোধ করে কৃষকেরা ব্যাংক পরিচালনায় সহায়তা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধান অতিথি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কৃষিকে বাণিজ্যিকীকরণের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর সেক্ষেত্রে রূপালী ব্যাংক সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু ও জেলা পরিষদের সদস্য মো. ছানোয়ার হোসেন।
পরে প্রধান অতিথি ডিজিএম মনির উদ্দিন ভূইয়া সদর উপজেলার ৬ জন কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তার হাতে কৃষি ও পল্লী ঋণ হিসেবে ১ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকার চেক তুলে দেন। অনুষ্ঠানে ব্যাংকের অর্ধশত গ্রাহক উপস্থিত ছিলেন।








