শেরপুর জেলার সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়ার সাথে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীসমাজ ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ জুন মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীসমাজ ও সাংবাদিকদের সাথে পরিচিতি পর্ব ও কুশল বিনিময় করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।
সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হামিদুর রহমানের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। এসময় তিনি সদর উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন। একই সাথে সদর উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরো, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ রুকুনুজ্জামান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম মিজান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, কামারেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, গাজীরখামার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আওলাদুল ইসলাম আওলাদ, বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, লছমনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আঃ হাই, সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান আরজু, শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল, সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন সুরুজ, আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসীন আলী আকন্দ, কোহাকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁন মিয়া বিএসসি, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আছাদুজ্জামান মোরাদ প্রমুখ।








