আমিরুল ইসলাম:
শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মে) দুপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে উক্ত সভা পরিচালনা করেন ডেপুটি ম্যানেজার সেলিম রেজা।
এতে উপস্থিত ছিলেন বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ হাসান খুররম। পরিষদের সকল সংরক্ষিত নারী ইউপি সদস্য, সাধারন সদস্য, বাজিতখিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাজিতখিলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসা সুপার, কাজী, এনজিও প্রতিনিধি, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী প্রমুখ। সভায় বক্তাগণ বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহবান জানান।








