
শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের মাধবপুর এলাকার পৌর কমিউনিটি সেন্টারে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এসব কর্মসূচির আয়োজন করে। পৌর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক হুইপ মো. আতিউর রহমান।
সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি চন্দন কুমার পাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা এবং মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল করা হয়।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খন্দকার নজরুল ইসলাম, মজদুল হক, ফখরুল মজিদ, মিনহাজ উদ্দিন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান আকন্দসহ আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।