
শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব্যসহ মো. সাইফুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সাইফুলের দেহ তল্লাশী করে তাঁর নিকট থেকে ২ (দুই) গ্রাম হেরোইন ও ৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার সাইফুল সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্দারিয়া নিজপাড়া এলাকাযর বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক ছিদ্দিকুর রহমান এর নেতৃত্বে রেইডিং টিম গঠন করে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্দারিয়া নিজপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি মোঃ সাইফুল ইসলামকে গ্রেপ্তার এবং তাঁর দেহ ও বসতবাড়ি তল্লাশি ২ (দুই) গ্রাম হেরোইন ও ৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ছিদ্দিকুর রহমান বাদী হয়ে আসামী সাইফুল ইসলামের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।