শেরপুর জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন ইউনিট হতে শেরপুর জেলায় আগত পুলিশ সদস্যদের রাত্রিযাপনের জন্য শেরপুর পুলিশ লাইন্সের অভ্যন্তরে “মেহমানখানা” উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে শেরপুর পুলিশ লাইন্সে মেহমানখানার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার)।
এসময় শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল-মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম ( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।








