শেরপুরে আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর শনিবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নকলা উপজেলা দল ১-০ গোলে শেরপুর সদর উপজেলা দলকে পরাজিত করে।
শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৫ উপজেলার ফুটবল দল নিয়ে অনুষ্ঠিত আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে নকলা উপজেলা দল চ্যাম্পিয়ন ও শেরপুর সদর উপজেলা দল রানারআপ হয়েছে। খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র সচন্দ সরকার সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলা দল নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করে।








